স্টাফ রিপোর্টার : নেত্রকোনায় বাড়ির পাশে খালে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে সদর সদর উপজেলার পাচকাহনিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- একই গ্রামের মৃত হারুন মিয়ার ছেলে ইব্রাহিম (১০) ও আজিজুল ইসলামে মেয়ে আশা মনি (৮)। নিহতেরা সম্পর্কে মামাতো ফুফাতো ভাইবোন।
নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহেল রানা পানিতে ডুবে দুই শিশুর সত্যতা নিশ্চিত করে বলেন, সুরহতাল প্রতিবেদন তৈরি শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।