ম্যান সিটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেও হার সঙ্গী হয়েছে রিয়াল মাদ্রিদের। প্রতিপক্ষের মাঠে ৩টি গোল করতে পারলেও দলের পারফরম্যান্সে হতাশ রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা জানিয়েছেন তিনি।
চ্যাম্পিয়নস লীগের সেমিতে রিয়াল-সিটির প্রতিদ্বন্দ্বিতা অনুমিতভাবেই উত্তাপ ছড়িয়েছে। প্রথম লেগের খেলায় রিয়ালকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গিয়েছে সিটিজেনরা। সিটিকে হারিয়ে ফাইনালে পৌঁছাতে হলে দ্বিতীয় লেগে কমপক্ষে ২-০ গোলের জয় পেতে হবে রিয়াল মাদ্রিদকে। সান্তিয়াগো বার্নাব্যুতে সেই পরীক্ষায় সফল হতে আত্মবিশ্বাসী আনচেলত্তি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা ভালো করতে পারিনি। খুব খারাপভাবে প্রতিহত করেছি আমরা। দ্বিতীয় লেগের জন্য আমরা আত্মবিশ্বাসী এবং উত্তেজিত।’
আনচেলত্তির আত্মবিশ্বাসের কারণটা স্পষ্টই। হোমগ্রাউন্ডে বরাবরই ভালো রিয়াল মাদ্রিদ
বিজ্ঞাপন
সবশেষ ইউসিএলের শেষ ষোলোর এবং কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ঘরের মাঠে দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে লস ব্লাঙ্কোরা। শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির বিপক্ষে ১-০ গোলে হারের পর দ্বিতীয় লেগে নিজেদের মাঠে ৩-১ গোলের জয় তুলে নেয় রিয়াল। কোয়ার্টারের দ্বিতীয় লেগে চেলসির বিপক্ষে ৮০ মিনিট পর্যন্ত ৩-০তে পিছিয়ে থেকে দাপুটে প্রত্যাবর্তনে সেমির টিকিট নিশ্চিত করে রিয়াল।
আনচেলত্তি বলেন, ‘উত্তম প্রতিরক্ষা হবে ফাইনালে পৌঁছানোর চাবিকাঠি। আমি ৪ গোল (সিটির বিপক্ষে) খেয়ে মোটেও খুশি নই। বার্নাব্যুতে ভক্তদের প্রস্তুত থাকতে হবে। আমরা আরেকটি জাদুকরী রাত কাটানোর জন্য যুদ্ধ করতে যাচ্ছি।’
আগামী ৩০শে এপ্রিল এস্পানিওলের বিপক্ষে স্প্যানিশ লা লিগার ম্যাচ রয়েছে রিয়ালের। এই ম্যাচে জিতলেই লা লিগা শিরোপা উঠবে আনচেলত্তির দলের ঝুলিতে। রিয়াল কোচের বিশ্বাস, লীগ শিরোপা জয় দলকে উজ্জ্বীবিত করবে। তবে ইতিহাদে ৪ গোল হজম করে খুশি নন আনচেলত্তি, ‘ভালো বিষয় হলো তাদের বিপক্ষে ৩ গোল করতে পেরেছি আমরা। খারাপ বিষয় আমরা ৪ গোল খেয়েছি। আমরা যদি এস্পানিওলের বিপক্ষে জয় পাই, তাহলে লীগ শিরোপা উদ্যাপন করবো। আর এটি আমাদের (চ্যাম্পিয়নস লীগের দ্বিতীয় লেগে) সাহায্য করবে।’
নিজের স্কোয়াডের প্রশংসা করে আনচেলত্তি বলেন, ‘আমাদের অভিজ্ঞ একটি দল রয়েছে। যারা কঠিন মুহূর্তে মাথা নষ্ট করেন না। এই দলের বৈশিষ্ট্য হলো, এরা কখনো হাল ছাড়ে না এবং সব সময় মাথা ঠাণ্ডা রাখতে পারে। ’
প্রথম লেগের খেলায় দুই গোল করে দলকে ম্যাচে ফিরিয়েছিলেন করিম বেনজেমা। ফরাসি তারকার প্রশংসা করে আনচেলত্তি বলেন, ‘করিম দুর্দান্ত খেলেছে। দুর্দান্ত পেনাল্টি শট নেয়ার ব্যক্তিত্ব ছিল তার। মদরিচও ভালো খেলেছে।’
গুরুর ন্যায় বেনজেমাও বার্নাব্যুতে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর। ম্যাচশেষে তিনি বলেন, ‘নিজের ওপর ভরসা রয়েছে আমার। চ্যাম্পিয়নস লীগ উত্তেজিত করছে আমাদের। আমরা হাল ছাড়িনি। আমাদের পেছনের বার্নাব্যুকে আমাদের আগের চেয়ে বেশি প্রয়োজন হবে। দ্বিতীয় লেগে দারুণ কিছু করতে এবং টাই জিততে যাচ্ছি আমরা।’