দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় রবিউল ইসলাম রবিন (১৫) নামের এক কিশোরের মরদেহ নিজ বাসা থেকে উদ্ধার করা হয়েছে । নিহত রবিউল ইসলাম রবিন বালিয়াখালি ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের মকবুল হোসেনের ছেলে । এদিকে মত্যুর কারণ নিয়ে এলাকায় ধোঁয়াশার সৃষ্টি হয়েছে । এলাকাবাসী জানায় রবিন প্রায়ই তার পরিবারের কাছ থেকে টাকাসহ বিভিন্ন জিনিসের আবদার করত এ নিয়ে তাদের পরিবারে অশান্তি হতো । সবশেষ গতকাল রাতেও ৫ হাজার টাকা চাওয়ার জন্য রবিনের বাবা মকবুল হোসেন তাকে মারধর করলে আজ সকালে নিজ বাসার নির্মাণাধীন সিঁড়ির রড থেকে তার ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায় ।

রবিনের বাবা মকবুল হোসেন জানান , আমার ছেলে যখন যা চেয়েছে তাই দেওয়ার চেষ্টা করেছি । তাকে নয় হাজার টাকার সাইকেল কিনে দেওয়ার পরেও আবার ৫ হাজার টাকা চায় কিন্তু আমি না দেওয়ায় অভিমান করে আত্মহত্যা করেছে ।

লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করতে আসা গাইবান্ধা সদর থানার উপপরিদর্শক নয়ন জানান , আমারা ঘটনা স্থলে এসে লাশটি মাটিতে নামানো অবস্থায় দেখতে পাই নিহত রবিউল ইসলাম নয়নের গলায় ফাঁসের চিহ্ন রয়েছে ময়নাতদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version