মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি:
জয়পুরহাটের পাঁচবিবিতে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা পরিষদ, জয়পুরহাটের আয়োজনে ও উপজেলা প্রশাসন পাঁচবিবির সহযোগিতায় আজ সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে হত দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী আবু হায়াত মোহাম্মদ রফিক। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মারুফ আফজাল রাজন, উপজেলা নারী বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান। উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার ৩৩০জন হতদরিদ্রদের মাঝে চাল, ডাল তেল, লবনসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment