দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে আগামীকাল ২৬ এপ্রিল ভূমিহী ও গৃহহীনদের জমি ও গৃহ হস্তান্তর উপলক্ষে প্রেস কনফারেন্স করেছে নাগরপুর উপজেলা প্রশাসন।

২৫ এপ্রিল রবিবার দুপুরে উপজেলার সন্মেলন কক্ষে নাগরপুর উপজেলার ইউএনও ওয়াহিদুজ্জামান বলেন, আগামীকাল সারা দেশে ৩২৯০৪ টি ঘর প্রদান করা হচ্ছে। যা মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধ করবেন।

এর ধারাবাহিকতায় আমাদের উপজেলায় ৩য় পর্যায়ে ২৭ টি গৃহ এবং জমি বুঝিয়ে দেয়া হবে। ৫ টি গৃহ অসম্পূর্ন থাকায় ২২ টি গৃহ বুঝিয়ে দেয়া হবে। এর মধ্যে ২৪ টি মোকনা ইউনিয়নে এবং ৩টি পাকুটিয়া ইউনিয়নে অবস্থিত।

সব মিলিয়ে, এ পর্যন্ত মোট ১০৭ টি ঘর ও জমি আমাদের উপজেলায় দেয়া হয়েছে। এর মধ্যে বেসরকারি ভাবে ১ টি ঘর করে দেয়া হয়েছে।
প্রতিটি ঘরের সাথে ২ শতাংশ ভূমির কবুলি দলিল করে দেয়া হচ্ছে গ্রহীতাদের। প্রতিটি ঘরের নির্মান ব্যায় ২,৫৯,৫০০ টাকা।

এছাড়াও ঈদ উপলক্ষে ৩০ কেজি করে মোট ১৫৭ টি পরিবারকে ভিজিএফ এর চাউল প্রদান করা হবে।

আপনাদের সকলের সহযোগিতায় আশাকরি ঘরগুলো মানসম্মত ভাবে নির্মান করে সঠিকভাবে হস্তান্তর করতে পারব।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মো. ইকবাল হোসেন, উপজেলা পিআইও মো. আবু বকর সহ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version