আরিফুর রহমান, ঝালকাঠি।।
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন যারা মিথ্যাচারের মধ্যে দিয়ে রাজনীতি করতে চায় তারা ইতিহাস থেকে একদিন মুছে যাবে।আমরা ধৈর্য ধরে সবকিছু মোকাবিলা করে এসেছি। আগামিতেও মোকাবিলা করা হবে।
সোমবার বিকেলে নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,শেখা হাসিনা ক্ষমতা আসের আগে দেশ কিভাবে ছিল তা আপনারা হাড়ে হাড়ে টের পেয়েছেন। বর্তমানে এমন কোন ইউনিয়ন নাই যেখানে ১৫ শত লোকে নিচে ভাতা পান না। শেখ হাসিনার নিয়ত হলো মানুষের কল্যানে কাজ করা। তার বাবার আর্দশে কাজ করা। তাই তিনি গ্রামের মানুষের সাহায্য এগিয়ে আসছে। পায়রাবন্দ, পদ্মা ব্রিজ এগুলো পুরোপুরো হয়ে গেলে দক্ষিণ অঞ্চল হবে সবচেয়ে উন্নত। এই অঞ্চলের দুঃখ কষ্ট লাঘব করতে শেখা হাসিনা কাজ করে যাচ্ছেন ।
নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।
ইফতার মাহফিলে দেশের অগ্রগতি ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।