দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর-দেলদুয়ার উপজেলার সীমানায় ধলেশ্বরী নদীতে বিগত কয়েক মাস যাবৎ, রফিক ও শামসুলের ২ টি ড্রেজার দিয়ে চলছে বালু উত্তোলনের মহাউৎসব।

এমন অভিযোগের ভিত্তিতে সরেজমিনে, উপজেলাদ্বয়ের সীমানার ঘুনাপাড়া এলাকার পাহাড়পুর নামক স্থানে গিয়ে দেখা যায়, লক্ষ লক্ষ সিএফটি নদীর বালু উত্তোলন করে স্তুপ করে বিক্রি করছে একটি মহল। প্রতি ট্রাক্টর বালু ২০০-২৫০ টাকা দরে বিক্রি করছে এরা।

এসব ড্রেজার চালানোর সাথে সম্পৃক্তদের সাথে কথা বলে জানা যায়, সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের কথা বলে প্রশাসনকে জানিয়েই চলছে এসব ড্রেজার। বালু উত্তোলনকারীরা দাবি করেন টাঙ্গাইলের ডিসি অফিস থেকে এবং পানি উন্নয়ন বোর্ড থেকে তাদের নদী ড্রেজিং করে বালু উত্তোলন করে উন্নয়ন মূলক কাজে ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে। তবে সরেজমিনে ট্রাক্টরে বালু বিক্রি করতে দেখা যায়। এবং এসব বালু বিক্রির কথা অকপটে স্বীকারও করেন তারা। এভাবেই প্রতিদিন চলে বালু বেচা-কেনা, দাবি করেন ট্রাক্টর চালকদের।

ড্রেজার ব্যবসায়ী রফিক বলেন, গত সপ্তাহে দেলদুয়ারের এসিল্যান্ড এসে পাইপের কাছ থেকে ঘুরে গেছে। কিভাবে চলে এটা বোঝেন না। সবই ভাই উপর মহলের হাত। এলাসিন ও দেলদুয়ার উপজেলার আওয়ামী লীগের নেতা নেতা মোহাম্মদ আলী ভাইয়ের সাথে কথা বলেন, তাহলেই সব বুঝতে পারবেন।

তবে, আওয়ামী নেতা মোহাম্মদ আলীর মোবাইলে কল করে তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয় দেলদুয়ার উপজেলার ইউএনও ফরহানর সরকারি নম্বরে কল করলে তিনি বলেন, আমার পিতার অসুস্থতার জন্য অফিসের বাইরে আছি। এ বিষয়ে এই মূহুর্তে কিছু বলতে পারছিনা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version