টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের সিংদাইর গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে লিপি আক্তার (৫০) মহিলার মৃত্যু হয়েছে।
সোমবার ২৫ এপ্রিল সকাল ৮ টার সময় মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। মৃত লিপি আক্তার সিংদাইর গ্রামের নুরুল ইসলামের স্ত্রী। তিনি চার সন্তানের জননী।
জানা যায়, আজ সকালে তিনি রান্নাঘর পরিস্কার করতে গিয়ে বিদ্যুতায়িত হন।
তার ছোট্ট নাতনী ফাতেমা (৪) দেখতে পেয়ে চিৎকার করলে, পাশের বাড়ির লোক এসে উদ্ধার করে। এর মধ্যেই ততক্ষণে তার মৃত্যু হয়েছে বলে জানায় এলাকাবাসী।
এতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ দায়ের করেনি।