নান্দাইল, ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলৈ বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছে এক কিশোরী (১৫)। প্রেমিক বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দিয়েছে সে।
উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের উত্তর পালাহার গ্রামের আবু রায়হানের বাড়িতে অনশন করছে ওই কিশোরী। প্রেমিক রায়হান (২৩) উপজেলার উত্তর পালাহার গ্রামের মোঃ হাফিজ উদ্দিনের পুত্র।
অনশনরত ওই কিশোরী জানিয়েছেন, দুই বছর ধরে রায়হানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। তাদের সম্পর্কের বিষয়টি পরিবারসহ প্রতিবেশীরাও জানে। বিয়ের প্রলোভনে তার সঙ্গে শারীরিক সম্পর্কও করেছে রায়হান। দশ পনের দিন ধরে রায়হান তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। পরে কোনো উপায় না পেয়ে রবিবার (২৪ এপ্রিল) সে প্রেমিক রায়হানের বাড়িতে গিয়ে ওঠে। রায়হান বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দিয়েছে ওই কিশোরী। আমাকে যদি বিয়ে না করে তাহলে আমি মরে যাব।
ঘটনার পর থেকে প্রেমিক রায়হান পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। পরে এ বিষয়ে বক্তব্য জানতে রায়হানের বাবা মোঃ হাফিজ উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি নান্দাইল চলে যাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোছাঃ তসলিমা আক্তার শিউলী বলেন, ঘটনাটি শুনেছি।ছেলের বাবা ও মেয়ের বাবা আমার কাছে এসেছিলো মেয়েটির বয়স কম হওয়ার স্থানীয়ভাবে সমাধান করা সম্ভব হয়নি আইনগতভাবে সঠিক বিচার হওয়ার প্রয়োজন বলে আমি মনে করি।