রাজধানীর বাজারে কিছু সবজির দাম সহনীয় অবস্থায় আসলে, আবারো বেড়েছে বেগুন ও লেবুর দাম। তবে স্থিতিশীল রয়েছে ভোজ্যতেল, পেঁয়াজ-রসুন-আদার দাম। এদিকে, বাজারে মাছের সরবরাহ ভালো থাকলে দাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এছাড়া গত সপ্তাহের চেয়ে কিছুটা বেড়েছে গরুর মাংস ও মুরগীর দাম।
রমজানের শুরু থেকেই ঢালাওভাবে প্রায় সবধরনের পণ্যের দাম বাড়লেও, চলতি সপ্তাহে এসে মানভেদে কিছু সবজির দাম সহনীয় পর্যায়ে রয়েছে। এদিকে মাঝে কমলেও আবারো বাড়তে শুরু করেছে বেগুন ও লেবুর দাম।এছাড়া নিত্যপন্যের দোকানে চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুন ও আদার দাম প্রায় স্থিতিশীলই রয়েছে।
মাছের বাজারে সরবরাহ ভালো। তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতা বিক্রেতাদের মাঝে।অন্যদিকে ব্রয়লার মুরগিসহ বিভিন্ন জাতের মুরগীর দর গত সপ্তাহের চেয়ে কিছুটা বাড়তি। এছাড়া গরুর মাংসের কেজিপ্রতি দাম বেড়ে বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৭৫০ টাকায়।
দ্যা মেইল বিডি/খবর সবসময়