আসন্ন ঈদের কেনাকাটায় সরগরম রাজধানীর বিপনীবিতানগুলো। ঢাকা নিউমার্কেট ও আশপাশের এলাকাতেও বেড়েছে বেচাকেনা। কয়েকদিনে আগের বিরুপ পরিস্থিতির ছিটেফোঁটাও নেই এখন। ছুটির দিনে ক্রেতাদের বেশ ভীড় ছিলো দোকানে দোকানে। সার্বিক নিরাপত্তায় রয়েছে আইনশৃংখলা বাহিনীর কঠোর নজরদারি।
এ যেন চিরচেনা সেই নিউমার্কেট এলাকা। কদিনে আগের সংঘাতময় পরিবেশের চিহ্নমাত্র নেই সেখানে, সবকিছু ছাপিয়ে সেখানে ফিরেছে কেনাকাটার স্বাভাবিক চিত্র।নিউমার্কেট, গাউছিয়া মার্কেট, চাঁদনি চক ও নুরজাহান মার্কেটে সকাল থেকেই সাধারণ মানুষের উপচে পড়া ভিড়।
বিপণিবিতানগুলো খুলে দেওয়ায় উচ্ছাস প্রকাশ করেলেও মিশ্র প্রতিক্রিয়া কিছু ব্যবসায়ীদের মধ্যে। সামনের দিনগুলোতে নির্বিঘ্নে ব্যবসা করতে চান বিক্রেতারা।ক্রেতারাও উদ্বেগ কাটিয়ে স্বাভাবিকভাবে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে চান।এদিকে নিউমার্কেট এলাকা ঘিরে নিরাপত্তা বাড়িয়েছে আইনশৃংখলাবাহিনীও।
দ্যা মেইল বিডি/খবর সবসময়