মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও শারীরিক সুস্থ্যতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ুর কামনায় জয়পুরহাটের পাঁচবিবিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেল ৫ টায় পাঁচবিবি থানা, পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে পৌর কমিউনিটি সেন্টারে আলোচনা সভা, দোওয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সাংগাঠনিক সম্পাদক শামীম আহম্মেদ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তা দল(বিএনপি)’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ফয়সাল আলীম। এসময় আরো উপস্থিত ছিলেনন জেলা বিএনপির সাবেক সভাপতি মমতাজ উদ্দিন মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক নাফিজুর রহমান পলাশ, জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির জলবায়ু বিষয়ক সম্পাদক লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎসহ জেলা, উপজেলা বিএনপি,যুবদল,সেচ্ছাসেবক দল,ছাত্রদল ও মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।