স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিজিবির দায়ের করা মামলায় মো. সোহান মিয়াকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় লেংগুড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
লেংগুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় ইউপি মেম্বার এবং তারানগর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মো. সোহান মিয়া। তিনি এই মামলায় তিন নাম্বার আসামি।
এ মামলার অন্যান্য আসামিরা হলো- একই উপজেলার ফুলবাড়ি গ্রামের ইয়াসিন (৩০), গৌরিপুর গ্রামের ইসমাইল (৩৫), লেংগুড়া গ্রামের মো. সুমন মিয়া (২৫) ও কালাপানি গ্রামের মো. মঞ্জুরুল ইসলাম (৩০)।
কলমাকান্দা থানার ওসি মো. আবদুল আহাদ খান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আগামীকাল (শুক্রবার) আটককৃতকে আদালতে পাঠানো হবে। অন্যান্য আসামি ধরতে পুলিশি চেষ্টা অব্যাহত আছে।
অভিযোগে বলা হয়, গত শনিবার দুপুরের দিকে বিজিবি সদস্যদের দেখে এক ব্যক্তি দুই বস্তা সুপারি ফেলে পাশের বাড়িঘরের দিকে পালিয়ে যান। তাকে ধরতে গেলে আসামিরা বাধা দেন। সুপারি জব্দ করতে গেলে তারা গালাগাল করেন। এক বিজিবি সদস্যকে মারধর ও অস্ত্র ধরে টানাটানি করেন আসামিরা।