স্টাফ রিপোর্টার : নেত্রকোনায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় পৌরশহরের উকিলপাড়াস্থ জেলা অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবদুল আওয়াল ও
জেলায় নির্বাহী প্রকৌশলী হিসেবে সদ্য যোগদানকারী প্রকৌশলী মুহাম্মদ মশিউর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারী গণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঠিকাদারবৃন্দ এ আয়োজনে অংশগ্রহণ করেন।