আসন্ন ঈদযাত্রায় অসহনীয় যানজট,পথে পথে যাত্রী হয়রানী, অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য ও সড়ক দূর্ঘটনা বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যান সমিতি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন এ দাবি জানান সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।
এসময় সংবাদ সম্মেলনে অংশ নেয়া সংগঠনটির অন্যান্য বক্তারা বলেন, আসন্ন ঈদে বাড়ি ফেরাদের চাপ বেড়ে গেলে সড়কের ব্যবস্থাপনা ভেঙ্গে পড়তে পারে তাই পরিবারের সকলে এক সাথে বাড়ি না গিয়ে এখন থেকেই পর্যায়ক্রমে বাড়ি যাওয়ার পরামর্শ তাদের।সকালে রাজধানীর ডিআরইউতে আসন্ন ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি ও সড়ক দূর্ঘটনা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ যাত্রী কল্যান সমিতি।
এসময় সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী লিখিত বক্তব্যে এবারের ঈদযাত্রায় যাত্রীদের নানামূখী সমস্যার শঙ্কা জানিয়ে আগাম সতকর্তামূলক বিভিন্ন ব্যবস্থা নেয়ার দাবি জানান ।
সংবাদ সম্মেলনে বুয়েটের দুর্ঘটনা বিষয়ক গবেষনা ইনস্টিটিউট এর পরিচালক ড. মো. হাদিউজ্জামান জানান, ঈদের আগে একসঙ্গে পুরো পরিবার বাড়ি যাওয়ার পরিবর্তে এখন থেকেই পর্যায়ক্রমে বাড়ি পাঠানো গেলে যানযট ও দুর্ঘটনা নিয়ন্ত্রণ সম্ভব।
ঈদে বিভিন্ন টার্মিনালে প্রতারক চক্র, অজ্ঞান পার্টি, মলম পার্টিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানানো হয় বাংলাদেশ যাত্রী কল্যান সমিতির পক্ষ থেকে।
দ্যা মেইল বিডি/খবর সবসময়