মোঃ বাবুল, পাঁচবিবিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৭ বোতল বিদেশী মদ সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার (১৫ই এপ্রিল) রাতে উপজেলার নন্দইল গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার নন্দইল গ্রামের শুকুর আলীর পুত্র ছাইফুল ইসলাম(২৩) ও একই গ্রামের মৃত হাফিজার রহমানের পুত্র নুর মোহাম্মদ বাবু (৩৬)।
জেলা গোয়েন্দা শাখার ওসি শাহেদ আল মামুন জানান, জয়পুরহাট জেলায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে পাচঁবিবি উপজেলার ধরঞ্জী ইউপির নন্দইল গ্রামে অভিযান পরিচালনা করে ৭ বোতল বিদেশী মদ সহ তাদের হাতে নাতে আটক করেন। এদের মধ্যে ছাইফুল ইসলামের নামে পূর্বে একটি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।