স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জ সদর উপজেলার মনিপুরঘাট ব্রিজ এলাকা হতে চাকুসহ সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাব-১৪। এ সময় তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
আটককৃতরা হলো- কিশোরগঞ্জ সদর উপজেলার মুসলিমপাড়া গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে মো. রায়হান (১৬) ও বত্রিশ এলাকার মো. হুমায়ুন কবীরের ছেলে মো. বিপ্লব খান (১৫) এবং ময়মনসিংহ ঈশ^রগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামের মো. ইসলামের ছেলে মো. সাব্বির (১৬)।
শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরের দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব ১৪ (সিপিসি-২) এর উপ-অধিনায়ক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান এ সব তথ্য নিশ্চত করে জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সদর মনিপুর ঘাট ব্রিজ এলাকা থেকে র্যাবের আভিযানিক একটি দল তাদেরকে আটক করে। তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানা যায়।