শেখ জহিরুল ইসলাম, নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি:
এবার ২০২১-২২ সেশনের মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ১৭৩ তম হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তির চান্স পেয়েছেন জুনায়েদ আল হাবিব সৌরভ। ভর্তি পরীক্ষায় ৮৪.৫০ মার্ক পেয়ে তিনি মেধা তালিকা অর্জন করেছেন।
তার গ্রামের বাড়ি ময়মনসিংহের জেলার নান্দাইল উপজেলার পৌর এলাকার পাঁচ পাড়া গ্ৰামের হোমিও ডাঃ মোঃ আব্দুল মতিন ও মোছাঃ সাজেদা আক্তারের প্রথম পুত্র তিনি নান্দাইল বাজারে বিশিষ্ট হোমিও ডাঃ মরহুম আব্দুল লতিফের নাতি।
জানা যায় ময়মনসিংহ জেলা স্কুলের থেকে এস এস সি গোল্ডেন এ+ ও ময়মনসিংহ আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় থেকে চলতি বছরের এইচ এস সি গোল্ডেন এ+ পেয়ে উত্তীর্ণ হন।
জুনায়েদ আল হাবিব সৌরভ জানান , আমার বাবার প্রবল ইচ্ছা ছিল মেডিকেলের ডাক্তার হওয়ার।
আল্লাহর অশেষ রহমত এবং বাবা-মায়ের দোয়ায় এতদূর আসতে পেরেছি। ভবিষ্যতে ডাক্তার হয়ে সাধারণ মানুষের সেবা করতে চাই।
তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।