জহরুল ইসলাম,বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃআলোক পথে, প্রভু দাও দ্বার খুলে স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বাংলা বিভাগের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা ও বৈশাখী বার্তা দেওয়ালিকা উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৪এপ্রিল) সকাল ৯.১৫ মিনিটে বাংলা বিভাগের সভাপতি জাকিয়া সুলতানা মুক্তার নেতৃৃত্বে মঙ্গল শোভাযাত্রা প্রশাসনিক ভবনর সামন থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।এসময় বাংলা বিভাগের অন্যান্য শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। মোঙ্গল শোভাযাত্রার পর সকাল ১০টায় বাংলা বিভাগে বৈশাখী বার্তা দেয়ালিকা উদ্বোধন করাহয়।
মোঙ্গল শোভাযাত্রা শেষে বাংলা বিভাগের সভাপতি জাকিয়া সুলতানা মুক্তা বলেন আমরা বাঙ্গালী,আমাদের বাঙ্গালী সত্তার প্রতি যে ভালোবাসা তা আমাদের সংস্কৃতির একটি অংশ মোঙ্গল শোভাযাত্রা যার মাধ্যমে আমরা প্রকাশ করেছি।প্রতিবছর আমরা পহেলা বৈশাখ উপলক্ষে পান্তা-ইলিশ খাই,বৈশাখী মেলা সহ বিভিন্ন অনুষ্ঠান থাকে যার মাধ্যমে আমরা পহেলা বৈশাখ উৎযাপন করে থাকি।কিন্তু এবছর রোজার কারনে আমরা এগুলো পালন করতে পারছিনা।তার জন্য আমরা সল্প পরিসরে পালন করছি।
তিনি আরো বলেন স্বল্প পরিসরে হলেও আমরা আয়োজন করতে পেরেছি এবং আনন্দের সাথে আপনারা অংশগ্রহণ করেছেন তার জন্য সবাইকে বাংলা বিভাগ এবং বশেমুরবিপ্রবির পক্ষ থেকে ধন্যবাদ।
এছাড়াও দুপুর তিনটাই স্থাপত্য বিভাগের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়েছে।
সন্ধায় বাংলা বিভাগের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে রম্য বিতর্কের আয়োজন করা হয়েছে