দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় মাদক মামলায় মোঃ সাজু মিয়া নামের এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড ও পৃথক আরেকটি অভিযোগে ৫ বছরের সশ্রম কারাদণ্ড সেই সাথে ৫৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত । এ মামলার অপর আসামি মোঃ সিরাজুল ইসলামকে খালাস দিয়েছে আদালত । আজ ১৩ এপ্রিল বুধবার দুপুরে গাইবান্ধা জেলা দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন ।

দন্ডপ্রাপ্ত আসামি মোঃ সাজু মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার বুজরুক বোয়ালিয়া শিল্প পাড়ার মৃত আব্দুল সাত্তার মিয়ার ছেলে ।

মামলার এজাহার সুত্রে জানা যায়, ২০১৮ সালের ২৫ নভেম্বর গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি অভিযানিক দল গুমানীগঞ্জ ইউনিয়নের কালিতলা সড়ক থেকে আসামি সাজু মিয়াকে ৬০ গ্রাম হেরোইন ও ১০৫ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় । পলাতক আসামিদের বিষয়ে পরবর্তী জিজ্ঞাসাবাদে সাজু মিয়া মামলার অপর আসামি সিরাজুল ইসলামের কথা বলে ।এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানার এস আই মোঃ শান্তনুর রহমান বাদী হয়ে ২ জনকে আসামি করে মামলা দায়ের করে ।

গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট ফারুক আহমেদ প্রিন্স জানান , গাইবান্ধায় প্রতিনিয়ত মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম বেড়েই চলেছে ।মাদকের ভয়াল থাবায় ধংস হচ্ছে সমাজ । আজকের রায়ের মধ্য দিয়ে সবার মধ্যে একটি সতর্ক বার্তা পৌছে গেল যা মাদক নির্মূলে সহায়ক ভূমিকা পালন করবে । আমার এ রায়ে সন্তুষ্ট ।

অপরদিকে আসামি পক্ষের আইনজীবী এ্যাডভোকেট শাহ নেওয়াজ খান , জানান আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version