মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়ন কৃষকলীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেল ৫টায় ইফতার পূর্ববতী এক আলোচনা সভা ধরঞ্জী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মিরাজুল ইসলামের সভাপতিত্বে ধরঞ্জী হাইস্কুল চত্ত্বরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য ও ধরঞ্জী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ধরঞ্জী ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি সোহরাব হোসেন মন্ডল, সহ সভাপতি আমজাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ আলী, ধরঞ্জী ইউনিয়ন কমিউনিটি পুলিশের সদস্য সচীব ও ধরঞ্জী মাদ্রাসার সভাপতি মাহামুদুল হাসান, সম্পাদক গোলাম মোক্তাদির, , ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, ছাত্র নেতা আবু তাহেরসহ ইউনিয়ন আওয়ামীলীগ ও কৃষকলীগের নেতৃবৃন্দ।