আরিফুর রহমান আরিফ:
বরিশাল আগৈলঝাড়ার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন পেয়েছেন বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার মো.সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (১২ এপ্রিল ) বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহকারী কমিশনার জাহিদুল ইসলামের স্বাক্ষরিত এক আদেশে তার পদায়ন করা হয়।
আদেশে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।
অল্পদিনের মধ্যেই ইউএনও হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানিয়েছেন মো.সাখাওয়াত হোসেন।
এসময় তিনি বলেন, আমার ওপর আস্থা রেখে আগৈলঝাড়া উপজেলার দায়িত্ব দিয়েছেন তা পালন করতে সর্বাত্মক চেষ্টা করব। এরজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
সাখাওয়াত হোসেন ৩৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ সিভিল সার্ভিসে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। গত ২০১৯ সালের ৪ এপ্রিল সহকারী কমিশনার হিসেবে নলছিটিতে যোগদান করেন। গত বছরের ১২ আগস্ট বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ে তিনি বদলি হন। এরপর তিনি সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তার বাড়ি পটুয়াখালী জেলায়।