নিজস্ব প্রতিবেদক :
গতকাল বিকেল আনুমানিক ৩.৩০ টায় রাজশাহীর লক্ষিপুর মোড়ে অবস্থিত বিশ্বাস সুপার মার্কেটের আস্থা ফার্মেসীতে একদল কতিপয় প্রতারক নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে ঔষধ বাকিতে নিতে চায়। কিন্তু ফার্মেসীর কর্মচারি বাকি দিতে অপারগতা প্রকাশ করলে প্রতারক দলের মোসাঃ শাহিনুর খাতুন, মোঃ আফতাব হোসেন ( হিমু), মোঃ সোহরাব আলী ও মোঃ ঈমন আলী হুমকি ধামকি দিতে থাকে এবং এক পর্যায়ে দোকানের ভিতরে প্রবেশ করে দোকানের মালিক ও কর্মচারীদের মারধর শুরু করে। দোকানের বেশকিছু মালামালও ভাংচুর করে এবং দোকানের মালিক ও কর্মচারিদের আহত করে শাসিয়ে যায় যে রাজশাহীতে দোকানদারী করলে তাদের বাকি দিতে হবে।
পরবর্তীতে ফার্মেসীর মালিক রাজপাড়া থানায় সিসিটিভির ফুটেজসহ অভিযোগ করেন। সিসিটিভির ফুটেজে স্পষ্টভাবে দেখা যায় কতিপয় সাংবাদিক পরিচয় দানকারী প্রতারক চক্র ফার্মেসীতে ঢুকে হামলা চালিয়ে সবাইকে মারধর করে।রাজপাড়া থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এদিকে এমন ন্যাক্কারজনক ঘটনার জন্য ব্যবসায়ী মহলের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।তারা সবাই এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment