স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজলার আঠারবাড়ী এলাকা হতে তিন হাজার ৫৫০ পিস ইয়াবাসহ জালাল (৬২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪। জালাল আঠারবাড়ী ইউনিয়নের তেলুয়ারী গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। জালাল নিজ বাড়িতে মাদক সরবরহাকালে র্যাবের হাতে আটক হন।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে কিশোরগঞ্জ র্যাব-১৪ (সিপিসি-২) এর উপ-পরিচালক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদে ভিত্তিতে র্যাবের একটি আভযানিক দল জানতে পারে একজন মাদক ব্যবসায়ী চট্টগ্রাম-কক্সবাজার এলাকা হতে ময়মনসিংহ ও কিশোরগঞ্জসহ আশেপাশের জেলাগুলোতে মাদকদ্রব্য ইয়াবা পাইকারি বিক্রয় করে আসছে। এ তথ্যের সত্যতা যাচায়ে র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। এ প্রেক্ষিতে গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে মাদক ব্যবসায়ী জালালের বাড়িতে র্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় নিজ বাড়ি থেকে মাদক সরবরাহকালে তাকে গ্রেফতার এবং তিন হাজার ৫৫০ পিস ইয়াবা ও একটি মোবাইল জব্দ করা হয়।
তিনি আরো জানান, অনুসন্ধান ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছে। জালালের বিরুদ্ধে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।