এস এম রেজাউল হক মামুন: গত সোমবার সন্ধ্যায় মোহনগঞ্জ পৌর শহরের পুকুরিয়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ সময় বখাটেরা কলেজছাত্রীর বাড়িতেও হামলা চালায়। ভাঙচুর করে বসতঘর। হামলার সময় স্থানীয়রা এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মেহানগঞ্জ থানার এসআই আবদুল্লাহ আল মোমেন।
সূত্রে জানা গেছে, স্থানী
এ সময় অন্য হামলাকারীরা তাদের হুমকি দিয়ে চলে যায়। পরে রাত সাড়ে ১২টার দিকে ১০ জনের নাম উল্লেখসহ আরও ৮-১০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে। মামলার বাদী হয়েছেন মেয়েটির আত্মীয় এক নারী। মামলার আসামিরা হচ্ছে পৌরশহরের বার্ত্তারগাতী গ্রামের মো. অভি হাসান (২২), মো. রাহাত মিয়া (২২), গোবিন্দ সরকার (২২), মো. সাইফ (২১), সিদ্দিক মিয়া (৬০), কাজী আলম (২৮), মো. আ. হাই (৩৩), শ্যামল মিয়া (২২), সারোয়ার মিয়া (২০) ও গোলাম মোর্শেদ সুজাত (১৯)। এছাড়া অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করা হয়।
মোহনগঞ্জ থানার এসআই আবদুল্লাহ আল মোমেন বলেন, সুজাতকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।