দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে জনসচেতনামূলক লিফলেট বিতরণের সময় মতিঝিল থানা পুলিশের হাতে আটক হয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
বুধবার (৬ মার্চ) মহানগর দক্ষিণ শ্রমিকদলের উদ্দ্যোগে লিফলেট বিতরণকালে তাকে আটক করা হয়।
ইশরাককে গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।
তিনি বলেন, শ্রমিক দলের লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেয় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এসময় মতিঝিল শাপলা চত্বর থেকে তাকে আটক করা হয়। পুলিশ বলছে তার নামে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। কিন্তু কোন মামলায় রয়েছে তা আমরা খোঁজখবর নিচ্ছি, এখনও নিশ্চিত নই।
ঢাকা দক্ষিণ বিএনপির ১ নং সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ছিলেন তিনি।