ইয়েমেনের হুদাইদা বন্দরে জ্বালানি তেলবাহী কয়েকটি জাহাজ ভিড়েছে। জাতিসংঘের মধ্যস্থতায় ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন ও সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের মধ্যে দুই মাসের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এসব জাহাজ হুদাইদা বন্দরে ভিড়ল। খবর গালফ নিউজের।
ইয়েমেনের ওপর সৌদি জোটের সর্বাত্মক অবরোধের কারণে গত দেড় বছর ধরে হুদাইদা বন্দরে কোনো জাহাজ ভিড়তে পারেনি। এ বন্দরটি ছিল ইয়েমেনের জনজীবন সচল রাখার ক্ষেত্রে আমদানি-রপ্তানির প্রধান কেন্দ্র।
গত শুক্রবার জাতিসংঘের মধ্যস্থতায় ইয়েমেনের হুতি আন্দোলন ও সৌদি জোট দুই মাসের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা শনিবার থেকে কার্যকর হয়েছে। দুপক্ষ চাইলে যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়াতে পারে।
সোমবার ইয়েমেনের পেট্রোলিয়াম কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, ৩২ দিন আটকে থাকার পর জ্বালানিবাহী জাহাজ ‘সিজার’ হুদাইদা বন্দরে পৌঁছেছে। এর একদিন আগে আরও একটি জাহাজ বন্দরে ভিড়েছে বলে জানায় ইয়েমেনি কর্তৃপক্ষ। জাহাজটি ৮৮ দিন ধরে আটক ছিল।