জহরুল ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধি বিচারের দাবিতে দু’দিন ধরে সকল পরিবহন, লাইব্রেরিসহ বিভিন্ন কার্যক্রম বন্ধ করে রেখেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কর্মচারী সমিতি। বশেমুরবিপ্রবি কর্মচারী সমিতির দাবি, বাস ড্রাইভারদের সাথে ঘটে যাওয়া অপরাধের বিচার ও শাস্তি প্রদান না করা পর্যন্ত তারা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করে যাবেন। এদিকে বাস ও লাইব্রেরি বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। দূরের শিক্ষার্থীরা ক্লাসে আসতে পারছে না,পরীক্ষা দিতে পারছে না। শিক্ষার্থীরা লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করতে পারছে না। এবিষয়ে আইন বিভাগের শিক্ষার্থী স্বর্ণালী বলেন, ‘আমার বাড়ি সাত পাড় সেখান থেকে আসতে অনেক সমস্যা হয়েছে। লোকাল বাসে যেমন ভিড় তেমনই সময় সাপেক্ষ। বিষয়টা দ্রুত সমাধান হোক আমরা ভোগান্তি থেকে মুক্তি চাই।’ কর্মচারী সমিতির সভাপতি তরিকুল ইসলাম বলেন, ‘আমরা আমাদের এই কর্মসূচী চালায় যাবো বিচার না হওয়া পর্যন্ত। আমরা উপাচার্য স্যারের কাছে গেছিলাম স্যার বলেছে,বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম আছে সেই অনুযায়ী তাদের বিচার হবে।’ এবিষয়ে পরিবহন প্রশাসক তাপস বালা বলেন,কর্মচারীরা প্রশাসনের সাথে কথা বলেছে আপনি সরাসরি সেখানে কথা বলেন। শিক্ষার্থীদের ভোগান্তির কথা উল্লেখ করে তিনি বলেন,আমি নিজেই খুবই উদ্ধিগ্ন গাড়ি বন্ধ। আমরা যে বিশ্ববিদ্যালয় পড়েছি সেখানে গাড়ি বন্ধ থাকলে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকতো,এ বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপট একটু ভিন্ন। এখন যে ডিসিশন হোক প্রশাসন নিবে এটা আমার হাতের বাইরে। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোরাদ হোসেন বলেন,এবিষয়ে আমি কিছু বলতে পারছি না কারণ গতকাল সন্ধ্যার পরে একটা মিটিং হয়েছে। মিটিংএ কি সিদ্ধান্ত হয়েছে আমি জানি না এবং সে মিটিংটাও আজকেও আবার হবে। উল্লেখ্য,গত রবিবার (৩ এপ্রিল) বশেমুরবিপ্রবি বাস ড্রাইভার এবং শিক্ষার্থীদের মাঝে দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক শিক্ষার্থী এবং দুই বাস ড্রাইভার আহত হয়েছিলেন।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment