প্রথমবারের মত দিল্লি ক্যাপিটালসে নাম লিখিয়েছেন মুস্তাফিজুর রহমান। গত মৌসুমে রাজস্থান রয়েলসের হয়ে দেখা মিলেছিল আগের সেই ক্ষুরধার ফিজের। গতকাল প্রথম দিল্লির জার্সিতে নেমে যেন শুরু করলেন গতবার যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই। ৩ উইকেট নিয়ে রাঙালেন স্বপ্নের অভিষেক।
দিল্লির স্কোয়াডে মূলত পেসারদেরই আধিক্য। তার ওপর বাঁহাতি বোলারও রয়েছেন বেশ ক’জন। তাই মুস্তাফিজ একাদশে সুযোগ পাবেন কিনা তা নিয়ে কিছুটা সংশয় ছিল ফিজ ভক্তদের মনে। তবে কোচ রিকি পন্টিং ও অধিনায়ক রিশভ পান্ত ঠিকই আস্থা রেখেছেন কাটার মাস্টারের ওপর। ফিজও দিয়েছেন আস্থার প্রতিদান।
শুরুটা ইনিংসের প্রথম ওভারে। আগে বল করতে নেমে প্রথম ওভারেই মুস্তাফিজের হাতে বল তুলে দেন পান্ত। শুরুতেই সাফল্য ধরা দেয় ফিজের হাতে। স্কুপ করতে গিয়ে কট বিহাইন্ড হয়ে ফিরে যান ম্যাথু ওয়েড। শুরুতে রিশভ রিভিউ নিতে না চাইলেও ফিজ শতভাগ নিশ্চিত থাকায় শেষ পর্যন্ত নেন রিভিউ।
আল্ট্রা এজ প্রযুক্তি ব্যবহার করে দেখা যায় ওয়েডের ব্যাটের কানা ছুঁয়েছে বল। বাকি দু’টো সাফল্য ফিজ পেয়েছেন ইনিংসের শেষ ওভারে। তবে ততক্ষণে ১৬৭ রানে পৌঁছে গেছে টাইটানরা। ওভারের দ্বিতীয় ও পঞ্চম বলে ফিজ তুলে নেন রাহুল তেওতিয়া ও অভিনভ মনোহরকে।
৪ ওভার বল করে মাত্র ২৩ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন মুস্তাফিজ। তবে তার এমন আগুনে বোলিংও জেতাতে পারেনি দিল্লিকে। ১৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫৭তেই ডুবে দিল্লির তরী।