ক্রিকেট ছাড়ার পর পরই কোচিংয়ের পেশায় নিজেকে যুক্ত রেখেছেন উমর গুল। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে নিজের দক্ষতা দেখানোর পর এবার আন্তর্জাতিক ক্রিকেটে কাজ করার সুযোগ পাচ্ছেন সাবেক এই পেসার।
তিন সপ্তাহের জন্য তাকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। পর্যবেক্ষণে আফগানরা সন্তুষ্ট হলে বাড়তে পারে গুলের মেয়াদ।
আবুধাবিতে আগামী ৪ এপ্রিল আফগানদের ক্যাম্পে যোগ দেবেন ৪২১ উইকেট নেওয়া ৩৭ বছর বয়সী গুল। তিনি বলেন, ‘পিএসএল, কেপিএল, এলপিএল ও ঘরোয়া ক্রিকেটের পর আন্তর্জাতিক দলের সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত আমি। আফগান বোলারদের সাহায্য করার জন্য আমার অভিজ্ঞতা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করবো।’
এদিকে, গুলের আগে গ্রাহাম থর্পকে হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।