দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় ঢাকায় আবারও একজনের মৃত্যু হয়েছে। এবার গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী এক নারী। তার নাম নাসরিন খানম। আহত হয়েছেন তার স্বামী বাইক চালক শিপন। তারা দক্ষিণ গোরান এলাকায় থাকতেন।

শুক্রবার রাত ১১টার দিকে খিলগাঁওয়ের তিলপাপাড়া ১৩ নম্বর রোডে লাকী ফার্মেসির সামনে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন খিলগাঁও থানার উপপরিদর্শক সোনিয়া পারভীন।

সোনিয়া বলেন, দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান নাসরিন। তারপরও পথচারীরা নাসরিন ও তার স্বামী শিপনকে উদ্ধার করে খিদমাহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নাসরিনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর পুলিশ গাড়িটি জব্দ করেছে। তবে নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যান।

গত বছরের ২৪ নভেম্বর রাজধানীর গুলিস্তান এলাকায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় নাঈম হাসান নামে নটর ডেম কলেজের এক শিক্ষার্থী নিহত হন।

এক দিন পর ২৫ নভেম্বর বসুন্ধরা সিটি কমপ্লেক্সের উল্টো পাশে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ হারান আহসান কবির খান নামে একজন।

এক মাস পর ২৩ ডিসেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় স্বপন কুমার সরকার নামের এক বৃদ্ধের মৃত্যু হয়।

গত ২২ জানুয়ারি মহাখালীতে উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ হারান শিখা রানী নামে এক পরিচ্ছন্নতাকর্মী। ঝাড়ু দেওয়ার সময় গাড়ির ধাক্কায় নিহত হন তিনি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version