ডারবান টেস্টের দ্বিতীয় দিনে উড়ন্ত সূচনা করেছিল বাংলাদেশ। নতুন বল নিয়েই প্রোটিয়া শিবিরে জোড়া আঘাত হানেন পেসার খালেদ আহমেদ। প্রোটিয়ারা প্রথম ইনিংসে ৩৬৭ রানে অলআউট হলেও দিন শেষে ছন্দ পতন মুমিনুল হকদের। প্রোটিয়া স্পিনার সাইমন হার্মারের ঘূর্ণিতে কিংসমিডে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৯৮ রান।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের। দলীয় ২৫ রানেই হার্মারের স্পিনে সাদমান ইসলাম সাজঘরে ফেরেন মাত্র ৯রান করে। চা বিরতির পর মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্তের ব্যাটে ভালোই জবাব দিচ্ছিল মমিনুল হকের দল। কিন্তু দিনের শেষভাগে এসে দক্ষিণ আফ্রিকাকে চালকের আসনে নিয়ে যান আবারো সেই হার্মারই।
ডানহাতি বোলারের অফ স্পিনে সাদমানের মতো বোল্ড হয়ে যান বাঁহাতি ব্যাটার শান্তও। ব্যক্তিগত ৩৮ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন এই টাইগার টপ অর্ডার ব্যাটার। দ্বিতীয় উইকেটের পতন ঘটলে ক্রিজে নামেন অধিনায়ক মমিনুল হক।
হার্মারের স্পিনে রানের খাতায় খুলতে পারেননি টাইগার দলপতি। শূন্য রানে সাজঘরে ফিরেন তিনি। দিন শেষ হওয়ার কিছুক্ষন আগে আবারও আঘাত হানেন প্রোটিয়া স্পিনার সাইমন হার্মার। এবার বাংলাদেশ দলের সব থেকে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে প্যাভিলিয়নে ফেরান তিনি।
দলীয় ৯৪ রানে টাইগারদের ৪টি উইকেটের পতন ঘটে।