জহরুল ইসলাম,বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) পদার্থ বিজ্ঞান বিভাগের নবীন বরণ সম্পন্ন হয়েছে
আজ বৃহস্পতিবার (৩১ই মার্চ) দুপুর ২.৩০ মিনিটে পদার্থ বিজ্ঞান বিভাগের ৩২২নং কক্ষে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পদার্থ বিজ্ঞানের সভাপতি অধ্যাপক ড.মোঃ শাহজান,সহযোগী অধ্যাপক ড.হালিমা খাতুন সহ বিভাগের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন
নবীন শিক্ষার্থী মোহাম্মদ ফাহিম হোসেন বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির শুরু থেকেই অনেক আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলাম আজকের দিনটির জন্য। আজ অনেক বেশী আনন্দিত হয়েছি অনুষ্ঠানে আসতে পেরে।সব কিছু অনেক ভালো লেগেছে।
আশা করছি আজকের দিনটির মতো বিশ্ববিদ্যালয়ের বাকি প্রতিটি দিন একই ভাবে উপভোগ করবো।বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বড় ভাইবোন সহ সবাইকে অনেক বেশী ভালো লেগেছে।
অনুষ্ঠানে সহযোগী অধ্যাপক ড.হালিমা খাতুন বলেন তোমরা যারা আজ নবীন,তোমাদের সবাইকে শুভেচ্ছা ও অভিন্দন জানাচ্ছি পদার্থ বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে। আজ আমি তোমাদের একটি কথায় বলবো, বিশ্ববিদ্যালয় জীবনে যেটা তোমার জন্য বেশী গুরুত্বপূর্ণ সেটাকে সর্বদা বেশী গুরুত্ব দাও। আর যেটা বেশী গুরুত্বপূর্ণ নয় সেটাকে কম গুরুত্ব দাও।
বিজ্ঞান বিভাগের ডীন ও পদার্থ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড.মোঃ শাহাজান তার বক্তব্যে বলেন নবীন শিক্ষার্থীদের পদার্থ বিজ্ঞান বিভাগের পরিবের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা রইলো এবং সেই সাথে যারা আজকের অনুষ্ঠানকে সফল করার জন্য পরিশ্রম করে করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই।
একটা সময় ছিল পদার্থ বিজ্ঞান বিভাগের উল্লেখ করার মতো কিছুই ছিল না।সব কিছু ধীরে ধীরে হয়েছে। আশা করি যত টুকু অপূর্ণতা রযেছে সব কিছু পূর্ণ হবে এবং কোনো এক সময় বাংলাদেশে ভালো অবস্থান করে নিবে
তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন আমি আশা করছি তোমরা বিশ্ববিদ্যালয় জীবন ভালোভাবে উপভোগ করবে এবং নিজের জীবনকে গড়বে নিয়মিত পড়াশোনার মাধ্যমে।সেই সাথে যে কোনো ধরনের মাদক এবং মাদক সেবী বন্ধু থেকে দূরে থাকবে
সর্বশেষে তিনি বলেন,আশা করি তোমাদের পদচারণায় মুখরিত হবে পদার্থ বিজ্ঞান বিভাগ।সিনিয়র জুনিয়র মিলে ভালোবাসার মিল বন্ধণ তৈরী করবে এই আশাবাদ ব্যাক্ত করছি