দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

মো. মাসুম বিল্লাহ, জাককানইবি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়কে একটি স্মার্ট ক্যাম্পাস হিসেবে গড়ে তোলাসহ শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিতকল্পে বিশ্ববিদ্যালয়ে সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্যদিয়ে শিক্ষার্থীদের একটি দীর্ঘদিনের দাবি পূরণ করলো বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নির্মাণ কাজের উদ্বোধন ঘোষণা করে উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যে ধরনের মানুষ ছিলেন, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে সে ধরনের করে সুন্দর ও পরিশীলিত শিক্ষাঙ্গণ গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। আর এজন্য ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করা খুব গুরুত্বপূর্ণ। আমি এখানে যোগদান করার পর ক্যাম্পাসে যে অবস্থা দেখেছি তাতে আমার মনে হয়েছে এই ১৫ বছর পর বিশ্ববিদ্যালয়টিতে শৃক্সখলা ফিরিয়ে আনাটা খুব প্রয়োজন।

তিনি বলেন. শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ দেওয়া, কর্মকর্তা কর্মচারীদের কর্মে বিচরণের পরিবেশ করে দেওয়া, গবেষণার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, আবাসিক হলে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, মাদক ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য সীমনা প্রাচীর খুব গুরুত্বপূর্ণ। এই প্রাচীর নির্মাণের মধ্যদিয়ে আমরা আমাদের ক্যাম্পাসকে একটি স্মার্ট ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়নে একধাপ এগিয়ে গেলাম।

শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য আরও বলেন, সীমানা প্রচারীরের পর আমরা উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসিটিভি দিয়ে ক্যাম্পাসটিকে নিরাপত্তা দেবো । বিশ্ববিদ্যালয়ে দুটো প্রবেশ গেট হবে। একটি গেট দিয়ে যখন কেউ প্রবেশ করবে তখন তাকে খুব সহজেই চিহ্নিত করা যাবে, তার বিচরণের অবস্থান খুঁজে পাওয়া যাবে। এখানে চারদিকে আলো জ্বলবে, সবুজায়ন হবে, ফুলের বাগান হবে, একাডেমিক সেশনজটমুক্ত হবে। এভাবে এই ক্যাম্পাসটিকে আমরা স্মার্ট ক্যাম্পাস হিসেবে গড়ে তুলব। এ জন্য সরকারের তরফ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস আমাদের দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুর রহিম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, কলা অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদুল বারী, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সুজন আলী, সাধারণ সম্পাদক মো. তুহিনুর রহমান, কর্মকর্তা পরিষদের সভাপতি প্রকৌশলী মো. জোবায়ের হোসেন, সাধারণ সম্পাদক রামিম আল করিম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবসহ অন্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version