স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নদী থেকে নৌ শ্রমিকের লাশ উদ্ধারে খবর পাওয়া গেছে। সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলা সদরে উব্ধাখালী নদীর ব্রীজ সংলগ্ন স্থানে জাল ফেলে বশির উদ্দিনের (৩৫) মৃতদেহ উদ্ধার করে স্থানীয় জেলেরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসে। পরে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
নিহত বশির সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সুলেমানপুর গ্রামের ডেন্ডু মিয়ার ছেলে এবং তিনি ষ্টিলবডি নৌকার পরিবহন কাজে নিয়োজিত শ্রমিক বলে জানা গেছে। নিহতের বাবা ডেন্ডু মিয়া খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ‘কি পাপ করছি আল্লাহ’ বলে বিলাপ ও বারবার মূর্ছা যাচ্ছিলেন।
নিহতের সহপাঠি আরেক নৌ শ্রমিক মোশারফ জানান, আমাদের ষ্টিলবডি নৌকা কয়লা আনলোড করা অবস্থায় ছিল। দুপুর সাড়ে ৩টার দিকে নৌকার তলদেশে পানির পরিমাণ বেশি দেখে তাদের মনে হয়েছিল নৌকায় ছিদ্র হয়ে থাকতে পারে। তা পরীক্ষা করার জন্য বশির বলে আমি যেহেতু গোসলে যাব এই বলে বশির পানিতে নামে। বেশ কিছুক্ষণ পরে তার ফিরে আসতে দেরি দেখে আমি নৌকার পেছনে গিয়ে তার খোঁজ নেই। তার সাড়া না পেয়ে একই মালিকের আরো দুটি নৌকার অন্যান্য সহকর্মীদের জিজ্ঞাসাবাদ করলে তার সন্ধান মেলে নেই। পরে স্থানীয় জেলেদের সহযোগীতায় জাল ফেলে সন্ধ্যা পৌনে ৭টার দিকে বশিরকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
কলমাকান্দা থানার ওসি মো. আবদুল আহাদ খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।