স্টাফ রিপোর্টার : বিশেষ অভিযানে এক কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নেত্রকোনার কলমাকান্দা থানা পুলিশ।
সোমবার (২৮ মার্চ) দুপুরের দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় তাদেরকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এরআগে গত রবিবার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার খারনৈ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার সুন্দরীঘাট গ্রামের মো. আক্কাছ আলীর ছেলে মো. আলী আকবর (৩৮), এলাকার মো. সিদ্দিক মিয়ার ছেলে মো. আল আমিন (৩১) ও একই উপজেলার কুট্টাকান্দা গ্রামের মৃত অলি মাহমুদের ছেলে মো. লাল মিয়া (৪৫)।
কলমাকান্দা থানার ওসি মো. আবদুল আহাদ খান এসব তথ্য নিশ্চিত করেছেন।