ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮মার্চ) দুপুর সাড়ে ১২ টায় অনুষদ ভবনের ৪২৭ নং কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিভাগের সভাপতি প্রফেসর ড শরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. আলমগীর হোসেন ভুঁইয়া। স্বাগত বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিভাগের অধ্যাপক ও পরিবহন প্রশাসক ড. মো:আনোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবা সিদ্দিকা।
অনুষ্ঠানে অতিথি ও নবীণ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে প্রীতিভোজ শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।