দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধাবেলা হরতালে চট্টগ্রামে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। সোমবার (২৮ মার্চ) সকাল থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে নগরীর নিউ মার্কেট এলাকায় জড়ো হন। সেখানে অবস্থান নিয়ে হরতালের সমর্থনে স্লোগান দেন।
এসময় তারা ভোজ্যতেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যপ্রণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানান। একই সঙ্গে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে আনতে সরকারকে হস্তক্ষেপ কামনা করেন।
তবে নগরীতে হরতালের তেমন কোনো প্রভাব পড়েনি। সকাল থেকে নগরীতে ব্যস্ততম এলাকা মুরাদপুর, দুই নম্বর গেইট, জিইসি, আগ্রাবাদসহ বিভিন্ন এলাকা মানুষের কর্মচাঞ্চল্য চোখে পড়েছে। যান চলাচল করছে অন্য দিনের মতোই। এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে হরতালকে কেন্দ্র করে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে সর্তক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রয়েছেন তারা।