কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বলাইশিমুল ইউনিয়নে ইজারাকৃত জলমহাল নোয়াটিয়া বিলে অভিযান চালিয়ে প্রায় একশো মিটার অবৈধ জাল এবং মাছ ধরার খাঁচা উদ্ধার করে তাৎক্ষণিকভাবে বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২১ জানুয়ারি) পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিফাতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল ইসলাম চৌধুরী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতুল ইসলাম বলেন, মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ফিক্সড ইঞ্জিন বা মাটিতে প্রোথিত কিংবা অন্য কোনো উপায়ে স্থিরীকৃত জাল, ফাঁদ বা খাঁচা দিয়ে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। অবৈধ উপায়ে মাছ আহরণ বন্ধে এ ধরনের অভিযান ভবিয্যতে অব্যাহত থাকবে।


