রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতিকে হত্যার মূল শুটার মো. মাসুম ওরফে আকাশকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পাঁচদিন আগে টিপুকে হত্যার কন্ট্রাক্ট পান মাসুম। রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিবি প্রধান এ কে এম হাফিজ আক্তার।
গত ২৪ মার্চ রাত ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত হন আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু। এসময় গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান প্রীতি নামে এক কলেজ ছাত্রী নিহত হন ।
জোড়া খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল বগুড়া থেকে মাসুম মোহাম্মদ আকাশ নামে একজনকে গ্রেফতার করে আইন শৃঙ্লাবাহিনী। আজ দুপুরে গোয়েন্দা পুলিশ কার্লয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান ডিবির অতিরিক্তি কমিশনার এ কে এম হাফিজ আক্তার ।
খুনের ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে উল্লেখ করে শিগগির হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে বলে জানান, এই গোয়েন্দা পুলিশ কর্মকর্তা ।
দ্যা মেইল বিডি/খবর সবসময়