দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

পাঁচদিনের সফরে আজ রোববার (২৭ মার্চ) বিকেলে কিশোরগঞ্জে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এই কয়দিনে জেলার মিঠামইন, অষ্টগ্রাম, ইটনা ও সদর উপজেলার বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরই মধ্যে রাষ্ট্রপতির সফরের সব ধরনের প্রস্তুতি শেষ করেছে কিশোরগঞ্জ জেলা প্রশাসন।

রাষ্ট্রপতির সফরসূচি অনুযায়ী, রোববার বিকালে ঢাকা থেকে বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে কিশোরগঞ্জের মিঠামইনে পৌঁছাবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। বিকেল সাড়ে ৪টায় মিঠামইনে মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজ মাঠে তৃতীয় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্পের উদ্বোধন করবেন তিনি। সেদিন সন্ধ্যা ৭টায় উপজেলার রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

পরদিন সোমবার (২৮ মার্চ) বেলা ১১টায় মিঠামইনে এবং বিকেল সাড়ে ৩টায় ইটনা উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। এ দিন সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন।

মঙ্গলবার বেলা ১১টায় মিঠামইনে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন এবং বিকেল ৩টায় মিঠামইন ক্যান্টনমেন্ট পরিদর্শন করবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। বিকেল ৫টায় মিঠামইন থেকে অষ্টগ্রামে যাবেন তিনি। সেখানে উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে সন্ধ্যা ৭টায় মতবিনিময় সভায় অংশ নেবেন রাষ্ট্রপতি।

সফরের শেষ দিনে বিকাল ৩টায় কিশোরগঞ্জ সদর উপজেলায় যাবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। বিকাল ৫টায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণ কাজের উদ্বোধন করবেন তিনি। এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায়ও অংশ নিবেন রাষ্ট্রপতি। সভাটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাতটায়। বৃহস্পতিবার দুপুরে ঢাকায় ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version