টাঙ্গাইল প্রতিনিধিঃ নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
২৬ মার্চ শনিবার সূর্যোদয় সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় বিভিন্ন অনুষ্ঠান।
উপজেলা প্রশাসন, মুক্তিযুদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন স্মারক ৭১ এ পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে উপজেলা চত্বরে পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার ব্যাটালিয়ন শিক্ষাপ্রতিষ্ঠান প্যারেড অংশগ্রহণ করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানর শিক্ষার্থীরা ডিসপ্লে অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। ফুল দিয়ে মুক্তিযোদ্ধাদের বরণ করা হয়।
উপজেলা নির্বাহি অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে মহান স্বাধীনতা দিবসে, বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ দুলাল, ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেন প্রমুখ।