ফেনী ঃ প্রতিনিধি: ফরহাদ খোন্দকার। বর্ণাঢ্য আয়োজনের মাধ্য দিয়ে ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল। এতে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও ফেনী সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এ,কে শহীদ খন্দকার, ফেনী জেলা যুবলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজিব।আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও কালিদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ডালিম, কালিদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম। ইউনিয়ন যুবলীগ সভাপতি আবদুল কাইয়ুমের সভাপতিত্বে ও ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন রিন্টুর সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধক ছিলেন ফেনী সদর উপজেলা যুবলীগ সভাপতি নরুল আফছার আপন ও প্রধান বক্তা ছিলেন ফেনী সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক করিম উল্যাহ আজাদ।