এম এইচ রনি, নীলফামারী জেলা প্রতিনিধি: ২৫ শে মার্চ গণহত্যা দিবস। মানবসভ্যতার ইতিহাসে এটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। নিরীহ-নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে বর্বরোচিত গণহত্যা চালানোর এক ভয়াল স্মৃতির কালরাত এই ২৫ শে মার্চ। দিবসটি উপলক্ষে নীলফামারীর জলঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা করেছে ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশন। এসময় প্রধান অতিথির বক্তব্যে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালের সাবেক প্রসিকিউটর ও ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার ড. তুরিন আফরোজ বলেন, ১৯৭১ সালের এই রাতে পাকিস্তান সেনাবাহিনীর হাতে রচিত হয়েছিল বিশ্বের নৃশংসতম গণহত্যার এক কালো অধ্যায়। কুখ্যাত ‘অপারেশন সার্চলাইটে’র নামে মুক্তিকামী বাঙালির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার ঘৃণ্য ষড়যন্ত্র বাস্তবায়ন শুরু হয় এই রাতে। আজ মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে পরিণত হয়েছে বাংলাদেশ। ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মাধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক সংঘের সভাপতি অনিল কুমার রায়, সহ সভাপতি শাহ আলম চৌধুরী স্বাধীন, সাধারণ সম্পাদক সফিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান, সনাতন সম্প্রীতি সংঘের সভাপতি রণজিৎ কুমার রায়, সাধারণ সম্পাদক অনিল চন্দ্র রায় ও সাংগঠনিক সম্পাদক রঞ্জন কুমার রায় প্রমুখ। এর আগে ‘শুধিতে হবে জন্মের ঋণ, চলে এসো করি আলোর মিছিল’ শ্লোগানকে সামনে রেখে জাতীয় গণহত্যা দিবস ২০২২ উপলক্ষে আলোর মিছিল করে ফাউন্ডেশনের কর্মীরা। শুক্রবার রাতে ডালিয়া রোড বেলতলা ফাউন্ডেশন থেকে মিছিলটি বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে মিলিত হন কর্মীরা। মিছিলে পৌরসভা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন সহশ্রাধিক কর্মীর উপস্থিত ঘটে।