মোঃ রোমান, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের রাজৈরে বিরোধপূর্ণ জায়গায় ঘর তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে উপজেলার হরিদাসী মহেন্দ্রদী ইউনিয়নের মহেন্দ্রদী গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হরিদাসী মহেন্দ্রদী ইউনিয়নের মহেন্দ্রদী গ্রামে জমিসংক্রান্ত বিরোধ নিয়ে খলিল শিকদার ও ছত্তার শেখের মধ্যে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকাল ১০টার দিকে বিরোধপূর্ণ ওই জায়গায় একটি পক্ষ ছত্তার শেখের ভাই রতন শেখ ঘর নির্মাণ করতে গেলে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির একপর্যায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও একটি রান্নাঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হন। রাজৈর থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।