মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী কাউন্সিল উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর ছিদ্দিক মন্ডলের সভাপতিত্বে মঙ্গলবার বেলা ১১টায় পাঁচবিবি শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রথম অধিবেশনের উদ্বোধন করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট।
সম্মলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগের সাংগাঠনিক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস, এম কামাল হোসেন। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, জয়পুরহাট -১ আসনের সংসদ সদস্য ও ¯^রাষ্ট্রমন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু এমপি সহ জেলা ও উপজেলার আওয়ামী লীগের
নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেটের সভাপতিত্বে প্রধান অতিথি এস এম কামাল হোসেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর ছিদ্দিক মন্ডল পূনরায় সভাপতি, বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে সিনিয়র সহ-সভাপতি এবং পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ৭নং কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল সাধারণ সম্পাদক ও আবু সাঈদ আল মাহবুব চন্দনকে যুগ্ম সাধারণ সম্পাদক ঘোষনা করেন।