জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হরতালের প্রচারকালে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীদের উপর ছাত্রলীগ হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা ক্যাম্পাসের রফিক ভবনের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধেহরতালের প্রচারকালে শাখা ছাত্রলীগের সভাপতি গ্রুপের কর্মীরা ছাত্রজোটের উপর হামলা করে এবং লিফলেট কেড়ে নিয়ে ছিড়ে ফেলে।
হামলার বিষয়ে প্রগতিশীল ছাত্রজোটের নেতা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সাধারণ সম্পাদক শোভন রহমান জানান, মঙ্গলবার (২২ মার্চ) সকাল ১১ টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মী হরতালের প্রচারকালে জবি ছাত্রলীগ হামলা করে এবং লিফলেট ছিনিয়ে নেয়।
শোভন রহমান জানান, ছাত্রলীগের হামলায় প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সভাপতি মোঃ ফয়েজ উল্লাহ্সহ ৫-৬ জন নেতাকর্মী আহত হয়েছেন।
এ হামলার বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, এ ঘটনার সাথে ছাত্রলীগের কোন কর্মী জড়িত নয়। যারা এ ঘটনা ঘটিয়েছে তারা সাধারণ শিক্ষার্থী।
এবিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ে লিফলেট দিতে আসছিলো এই নিয়ে একটু ভুল বুঝাবুঝির তৈরী হয়েছে। আমার অফিসে তাদেরকে নিয়ে এসে ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়েছি আমি।
উক্ত ঘটনার প্রতিবাদে বিকাল ৪ টায় রাজু ভাস্কর্যে প্রগতিশীল ছাত্র জোটের বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, ভোজ্যতেল, পেঁয়াজ, চাল-ডাল-সিলিন্ডার গ্যাস ও পানিসহ নিত্যপণ্যের লাগামহীন দাম বৃদ্ধির বিরুদ্ধে আগামী ২৮ মার্চ সোমবার সারাদেশে আধাবেলা হরতাল আহবান করেছে বাম গণতান্ত্রিক জোট।