জয়পুরহাটের পাঁচবিবিতে নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে রহিমা বানু (২০) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্প্রতিবার বিকেলে উপজেলার কয়া গ্রামে। রহিমা ঐ গ্রামের ওয়াজেদ আলী মেয়ে। মেয়ের দাদা মোজাফ্ফর রহমান জানান, দুপুরে শ্বাশুরীর সাথে কথাকাটির এক পর্যায়ে নিজ ঘরে শুয়ে পড়েন। বিকেলে সাড়ে ৩টা পর্যন্ত ঘর থেকে না ওঠায় দরজায় ধাক্কা ধাক্কি করেন। পরে খুলে দেখেন সে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। ইউপি চেয়ারম্যান নাজমুল হক বলেন, ঐ গ্রামের একজন ফোনে জানালে আমি ওসিকে জানায়। থানার ওসি তদন্ত গোলাম সারোওয়ার আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।