তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদরে রাতের আধারে সাবেক স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে বর্তমান স্বামীর লোকজনের গণপিটুনিতে সাকোয়াত নামে (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সাকোয়াত গাইবান্ধা পৌর শহরের সরকার পাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে গাইবান্ধা সদর হাসপাতাল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে, বুধবার (১৬ মার্চ) গভীর রাতে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের আনালেরতারি বর্ম্মত্বত গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের সাবেক স্ত্রী শিউলী বেগম ও তার স্বামী বায়োজিদ ইসলামকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, সাখাওয়াত হোসেনের সঙ্গে দুই বছর আগে আনালেরতাড়ি গ্রামের সৈয়দ আলীর মেয়ে শিউলী বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে দুইজনের মধ্যে মনোমালিন্য হওয়ায় বিবাহ বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর শিউলী বেগমের সঙ্গে একই গ্রামের বায়োজিত ইসলামের বিয়ে হয়। এদিকে শিউলীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হলেও দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বুধবার রাতে সাকোয়াত তার তালাকপ্রাপ্ত স্ত্রী শিউলীর সঙ্গে গোপনে দেখা করতে যান। এতে শিউলীর পরিবার ডাকাত সন্দেহে চিৎকার দিলে গ্রাম্বাবাসী ক্ষুদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে সাখোয়াতকে এলোপাথাড়ি মারধর শুরু করেন। এতে তিনি গুরুতর আহত হলে তাকে গাইবান্ধা হাসপাতালে রেখে তারা পালিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে সাখোয়াতের মৃত্যু হয়। দুপুরে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।