জবি প্রতিনিধি কেক কেটে ও মিষ্টি বিতরণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল। আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ১০টায় নতুন একাডেমিক ভবনের নিচতলায় উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদলের সভাপতি অধ্যাপক ড.পরিমল বালা ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো.আনোয়ার হোসেন সহ নীলদলের অনান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সদস্যদের মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, আইন অনুষদের ডীন অধ্যাপক ড. খন্দকার আলী আক্কাস, লাইফ এন্ড আর্থ সাইন্স অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকার, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম এবং মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাকারিয়া মিয়া সহ অন্যান্য শিক্ষক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় নীলদলের সভাপতি অধ্যাপক ড. পরিমল বালা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকীতে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার যে প্রত্যাশা তা বঙ্গবন্ধু কন্যার সুযোগ্য নেতৃত্বে সফলতার দ্বারপ্রান্তে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদলের সদস্যবৃন্দ পূর্বের ন্যায় সবসময় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পাশে থাকবে। পাশাপাশি আজকের শিশুরা যারা ভবিষ্যতে নেতৃত্ব দিবে তারা যেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠে সেই প্রত্যাশা ব্যাক্ত করছি। নীলদলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধু একাধারে একজন রাজনীতিবিদ, দার্শনিক, শিক্ষাবিদ, সমাজসেবক ও সমাজ সংস্কারক ছিলেন। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে তারই দেখানো পথে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা বিশ্বাস করব অচিরেই আমরা উন্নত রাষ্ট্রে পরিণত হবো।